ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

উচ্চতর গণিতের প্রশ্নপত্রও হোয়াটসঅ্যাপে !

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

এবার উচ্চতর গণিতের প্রশ্নপত্রও ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে উচ্চতর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা।

উচ্চতর গণিতের বহুনির্বচনি পরীক্ষার খ সেট প্রশ্নপত্রসহ উত্তরপত্র হোয়াটসঅ্যাপে আসে সকাল ৯টা ৪ মিনিটে। অন্যদিকে বিজ্ঞানের প্রশ্নপত্র আসে হোয়াটসঅ্যাপে ১০টায়। পরীক্ষা শেষে প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া সেটের হুবহু মিল পাওয়া গেছে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘প্রশাসন এখন সজাগ। তারা এই চক্রকে ধরার চেষ্টা করছে। এ পর্যন্ত অনেককে ধরেছেও।’

উল্লেখ্য, চলতি এসএসসি পরীক্ষায় এ নিয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১২ বিষয়ের সবকটি বিষয়ের প্রশ্নই ফাঁসের অভিযোগ পাওয়া গেলো। প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ, পরীক্ষার্থীদের আধা ঘণ্টা আগে পরীক্ষাকক্ষে বসা এবং কেন্দ্রের ভেতর মোবাইল ফোন না নেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু কোনও পদক্ষেপই কাজে আসেনি। পরীক্ষার দিন ইন্টারনেট সাময়িক সময়ের জন্য বন্ধের চেষ্টা করেও প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব হয়নি।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি