ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

উত্তর কোরিয়া বছরে ৬টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম

প্রকাশিত : ১৫:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বছরে ৬টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের একটি দলের গবেষণায় বের হয়ে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞ দলের প্রধান সেইগফ্রায়েড হেকার জানান, উত্তর কোরিয়া প্রতি বছর প্রায় ১৫০ কেজি করে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এ তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ তাদের হাতে ২০টি পারমাণবিক বোমা তৈরির সরঞ্জাম থাকবে। এছাড়া উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৪০কেজি প্লুটোনিয়ামও রয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এদিকে অস্ত্র বিশেষজ্ঞদের এ তথ্য প্রকাশের পর উদ্বেগ বেড়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানে। আগামী রোববার এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন তারা। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও গেল সপ্তাহে পঞ্চমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি