ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

‘উপজাতিদের মাতৃভাষায় শিক্ষা দিতে কাজ করছে সরকার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:১৬, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, সরকার খুবই আন্তরিকতার সাথে উপজাতিদের জন্য মাতৃভাষাভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কাজ করছে। ৫টি ভাষায় ২০১৭ সালে আদিবাসীদের জন্য যে বই প্রচলন করেছেন তা-ই এর প্রমাণ বহন করে। এছাড়াও বর্তমান সরকার ‍উপজাতিদের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ বুধবার ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ সেমিনার হলে ‘মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভার প্রধান আলোচক প্রফেসর ড. মেসবাহ কামাল বলেছেন, শিশুর শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। তাদের বই থাকবে মাতৃভাষায় এবং শিক্ষকও হবে মাতৃভাষার।  ২০১৭ সালে সরকার যে পাঁচটি ভাষায় আধিবাসীদের বই তৈরি করেছেন তা খুবই ভালো উদ্যোগ। তবে এর পাশাপাশি শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাসহ অবকাঠামোর উন্নয়ন করতে হবে।

 

এম/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি