উপনির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে আনোয়ার ইব্রাহিম
প্রকাশিত : ১০:৪০, ১৪ অক্টোবর ২০১৮

মালয়েশিয়ায় উপ-নির্বাচনে জয় পেয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিম। দেশটির পোর্ট ডিকসন সংসদীয় আসনে এই জয়ের মাধ্যমে তার প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হলো।
শনিবার দেশটির নির্বাচন কমিশন তার জয়ের বিষয়টি নিশ্চিত করে। কমিশনের তথ্য মতে যত ভোট পড়েছে তার মধ্যে ৭১ শতাংশ ভোট পান আনোয়ার ইব্রাহিম। এর মাধ্যমে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থীকে হারাতে সক্ষম তিনি।
আনোয়ার ইব্রাহিম ভোট পেয়েছেন ৩১ হাজার ১৬ টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ভোট পেয়েছেন মাত্র ৭ হাজার ৪৫৬ টি।
ভোটে জয় পাওয়ার পর আনোয়ার ইব্রাহিম বলেন, ভোটের ফলাফলে আমি খুব খুশি। এই ভোটে গণতন্ত্রের বিজয় হয়েছে।
এর আগে গত মে মাসের নির্বাচনে পোর্ট ডিকসন সংসদীয় আসনে ক্ষমতাসীন জোটের প্রার্থী ১৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।কিন্তু শুধু আনোয়ার ইব্রাহিমকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতেই তিনি পদত্যাগ করেন।
এই জয়ের ফলে প্রতিশ্রুতি অনুসারে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হওয়ার পথ প্রস্তুত হবে আনোয়ার ইব্রাহিমের।
২০১৫ সালে ৭০ বছর বয়সী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। এরপর চলতি বছরের মে মাসে আনোয়ার ইব্রাহিমকে জেল থেকে মুক্তি পান।
এদিকে চলতি বছরের মে মাসে দেশটির একাদশ নির্বাচনে পাকাতান হারাপান জোট ক্ষমতায় আসে। এই দলের হয়ে একসময়ের বারিসন জোটের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হন।এই নির্বাচনে মাহাথিরের প্রতিশ্রুতি ছিল, আনোয়ার ইব্রাহীমকে কারাগার থেকে মুক্ত করা এবং প্রধানমন্ত্রীর আসনে বসানো। সে অনুযায়ী চলছে মাহাথিরের পরিকল্পনা।
তথ্যসূত্র: আল জাজিরা
এমএইচ/
আরও পড়ুন