ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত : ২১:৩৫, ১৭ মে ২০১৬ | আপডেট: ২১:৩৫, ১৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

সূচক ও লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একই সাথে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮৫টি, কমেছে ৭৯টির, আর ৪৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩০২ কোটি ২ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৩৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৩২৬ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৭৬টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি