ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

একাত্তরের পরাজিত শক্তি রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ডিআইজি

প্রকাশিত : ১৯:০৯, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৯, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

একাত্তরের পরাজিত শক্তি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি  করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন, চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম। রাউজানের সুলতানপুরে কালী বিগ্রহ মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।  এ সময় ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। সন্ধ্যায় অধিবাস কীর্ত্তন ও বৃহস্পতি থেকে শুক্রবার ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব এবং শেষদিন শনিবার রাতে শ্যামা পূজার মধ্য দিয়ে শেষ হবে ৫দিনের এই আয়োজন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি