ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এক ব্যাক্তির মিথ্যচারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পদ্মাসেতু নিয়ে এক ব্যাক্তির মিথ্যচারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠকে তিনি আরো বলেন, বিশ্বব্যাংক অর্থায়ন না করায় দেশের ক্ষতি হয়েছে। প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ‘ময়নামতি’ নামকরণের নীতিগত সিদ্ধান্তসহ ৩ হাজার ৬শ ৮৪কোটি ৫০লাখ টাকা ব্যায়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পদ্মা সেতু নিয়ে এক ব্যক্তির মিথ্যচারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বিশ্বব্যাংক অর্থায়ন না করায় সার্বিকভাবেই দেশের ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু সময়মতো হয়ে গেলে জিডিপির প্রবৃদ্ধি আট শতাংশ পার হতো। বৈঠক শেষে পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ’ময়নামতি’ নামকরণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল নির্মাণে বরাদ্দ বৃদ্ধি এবং  বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা এবং উপজেলা পর্যায়ে নারীদের প্রশিক্ষণসহ ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে ব্যায় হবে ৩ হাজার ৬শ ৮৪কোটি ৫০ লাখ টাকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি