ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এক মাসেও মেরামত হয়নি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট

প্রকাশিত : ১২:০০, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:০০, ৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

এক মাসেও মেরামত হয়নি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। নদীতে তীব্র স্রোতের কারণে ৪টি ঘাটের একটি ব্যবহার করা যাচ্ছে না। পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না আরেকটি। রয়েছে ফেরি সংকটও। ফলে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যানবাহনের এই দীর্ঘ সারি দৌলতদিয়া ঘাটে। নদী পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ৪টি ঘাটের একটি অচল এক মাসের বেশি সময় ধরে। অন্য একটি ঘাট আংশিক সচল থাকলেও তীব্র স্রোতের কারণে গোলাম মওলা ছাড়া আর কোনো ফেরি ভিড়তে পারে না সেখানে। ঘাট মেরামত না করা ও ফেরি না বাড়ানোয় ক্ষুব্ধ পরিবহন চালকরাও। ঘাট পুরোপুরি সচল না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কথা স্বীকার করলেন বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা। শিগগিরই ঘাট মেরামত ও ফেরি বাড়ানো না হলে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি