ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫

এক হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

গ্রামীণফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি এই টাকা পরিশোধ করে।

আজ রোববার গ্রামীণফোনের পক্ষ থেকে এই টাকা পরিশোধ করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামীণফোনের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বিটিআরসিতে গিয়ে এক হাজার কোটি টাকার চেক হস্তান্তর করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি সাদাত হোসেন।
 
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে জানান, ‘সুখবরটা পেলামই। গ্রামীণফোন ১ হাজার কোটি টাকা প্রদান করেছে।’

এর আগে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রামীণফোনকে ১২ হাজার কোটি টাকার মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন। সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে এ টাকা পরিশোধের নির্দেশনা জারি করে আদালত।    

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি