ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

এনআরবিসি ব্যাংক’র শততম পর্ষদ সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ১০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৭ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মানিত পর্ষদ সদস্যদের উপস্থিতিতে প্রধান কার্যালয় থেকে শততম পর্ষদ সভা উদযাপনের কেক কাটেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন। 

ভিডিও কনফারেন্সে সভার সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। ভার্চুয়াল এই পর্ষদ সভায় আরো উপস্থিত ছিলেন,ব্যাংকের সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম মিয়া আরজু,পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান, পরিচালক মোহাম্মদ ওলিউর রহমান, পরিচালক  লকিয়ত উল্লাহ, বিকল্প পরিচালক  ডা. কুতুব উদ্দিন, পরিচালক ড. নুরুন নবী, পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান। 

এছাড়া প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো.তালহা সভায় উপস্থিত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি