ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

এবার বন্ধ হলো কোটা আন্দোলনের আহবায়কের ফেসবুক আইডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

হামলা মামলার পর এবার বন্ধ করে দেওয়া হলো কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসানের ফেসবুক আইডি।

আজ বুধবার ভোর থেকে আইডিতে ঢুকতে পারছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসান আল মামুন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন আহ্বায়ক  হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান ও নুরুল হক নূর। তাঁদের মধ্যে রাশেদ খান ও ফারুক হাসান গ্রেফতার  হয়েছেন।

অন্যদিকে নুরুল হক নূর আহত অবস্থায় চিকিৎসাধীন। এতে আন্দোলনের নেতৃত্বের ভার পড়ে হাসান আল মামুনের ওপর। তাঁর ওপর সরকারের চাপ ও ছাত্রলীগের হুমকি থাকায় তিনি আত্মগোপনে থেকে ফেসবুকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। এ অবস্থায় তাঁর ফেসবুক আইডি ডিজেবল হয়ে যায় বলে জানান হাসান আল মামুন।

হাসান আল মামুন বলেন, ‘আজ (বুধবার) ভোরবেলায় আমার আইডি ডিজেবল হয়ে গেছে। আমি ফেসবুকে ঢুকতে পারছি না। গ্রেপ্তার আতঙ্কে থানায় গিয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করতে পারছি না।

টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি