ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এবার সংসদে যাওয়া হচ্ছে না আব্বাসীর, দুই আসনেই পরাজিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আগেই খবর পেয়েছিলেন নিজের নির্বাচনী এলাকা রাওয়াল পিন্ডিতে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী সাদাকাত আলী আব্বাসীর কাছে হেরে গেছেন তিনি। আশা ছিল কেবল ইসলামাবাদের আসনটা। সেটা তো আরও কঠিন, সে আসনটি যে জিততে হতো ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের বিরুদ্ধে। না পারলেন না, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী।

রাওয়াল পিন্ডির এন-৫৭ আসনে অল্প ব্যবধানের ভোটে হেরে যান সাবেকে পাক প্রধানমন্ত্রী আব্বাসী। পিটিআই প্রার্থী সাদাকাত আলী আব্বাসী ৯৭ হাজার ১০৪ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করে। অন্যদিকে তার চেয়ে ৫ মাত্র ৭২৩ ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন শহীদ খাকান আব্বাসী। তিনি ৯১ হাজার ৩৮১ ভোট পান বলে জানা গেছে। এ খবর পাওয়ার পরই আব্বাসীর কপালে চিন্তার রেখা ফুটে ওঠে।

নিজ নির্বাচনী আসনে অল্প ব্যবধানে পরাজয়ের পর, খবর এলো ইসলামাবাদের আসনেও স্বয়ং ইমরান খানের দলের কাছে ধরাশায়ী হয়েছেন আব্বাসী। এন-৫৩ আসনে ইমরান খানের চেয়ে অনেক ভোট কম পেয়ে দ্বিতীয় হন তিনি। প্রধানমন্ত্রী থাকার পরও তাই এবারের সংসদে যাওয়া হচ্ছে না সাবেক এই প্রধানমন্ত্রীকে।

সূত্র: টাইম
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি