ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

এবি ব্যাংকের চেয়ারম্যান রুমী আলী

প্রকাশিত : ১১:২২, ২৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

মোহাম্মদ এ (রুমী) আলী এবি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান পদে তাকে মনোনীত করেছে।

রুমী আলী তার বৈচিত্র্যপূর্ণ কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, বোর্ড সদস্য এবং চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৫ সালে তিনি এএনজেড গ্রিনডলেজ ব্যাংকে (বাংলাদেশ) তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাংকটির বাংলাদেশ অপারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হন।

২০০০ সালে ব্যাংকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ কর্তৃক অধিগ্রহণের পর, তিনি ব্যাংক দুটির যৌথ কার্যক্রমেরও প্রথম সিইও নির্বাচিত হন।

২০০২ সালের নভেম্বরে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগ দেন। চার বছর তিনি এই দায়িত্ব পালন করেন।

রুমী আলী ব্র্যাকের এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রথম মোবাইল আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনাল বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের সিইও হিসেবে নিয়োজিত রয়েছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি