ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

এসআইবিএল-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ১১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে ১০-১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, মিসেস জেবুন্নেসা আকবর এবং প্রফেসর ড.
মোহাম্মদ মিজানুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। কাজী ওসমান আলী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ২০২০ সালের ব্যাংকের মুনাফা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে যথাযথ ও সময়োপযোগী ব্যবসায়িক কৌশল গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন,  সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং দেশব্যাপী বিস্তৃত ১৬১টি শাখার ব্যবস্থাপকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের মূল্যবান মতামত তুলে
ধরেন। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি