ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

এসএমই ব্যাংকিং কর্মীদের জন্য ব্র্যাক ব্যাংকের প্রশিক্ষণ

প্রকাশিত : ২১:৫২, ১৭ জুন ২০১৯ | আপডেট: ২২:৩৪, ১৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

এসএমই ব্যাংকিং ডিভিশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারদের জন্য ‘এক্সেল ইয়োর ক্যারিয়ার উইথ ব্র্যাক ব্যাংক’ শীর্ষক একটি প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল প্রোডাক্ট ও ঋণ, ব্যবস্থাপনাগত দক্ষতা, ইন্টারনাল ও এক্সটারনাল কমপ্লায়েন্স বিষয়ে কর্মীদের জ্ঞান বৃদ্ধি করা। স্মল বিজনেস, আন্ডাররাইটিং ও ইমার্জিং কর্পোরেট বিভাগের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের হেড অফিসে অনুষ্ঠিত সমাপনী সেশনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এসইএম ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন; স্মল বিজনেস (B÷) বিভাগের প্রধান এস এম আলমগীর হোসেন, স্মল বিজনেস বিভাগের রিজিওনাল প্রধান মুহাম্মদ আব্দুল আজিজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একটি মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হিসাবে, ব্র্যাক ব্যাংক সবসময় কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করে এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি