ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

এসএসসির প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চলতি এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। প্রশ্ন ফাঁসের অভিযোগ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই কমিটি এ প্রমাণ পেয়েছে। প্রশ্ন ফাঁস হওয়া পরীক্ষাগুলো বাতিলের সুপারিশ করা হচ্ছে। কমিটির প্রধান মো. আলমগীর রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান।

প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পেয়েছেন কী সাংবাদিকদের এমন প্রশ্নে সচিব বলেন, প্রশ্নে মিল আছে, কিছু কিছু আংশিক আছে। কিছু কিছু পুরোপুরি আছে।

যেসব বিষয়ের আংশিক ফাঁস হয়েছে, সেসব ক্ষেত্রে পুরো পরীক্ষা বাতিলের সুপারিশ করবে না কমিটি।

এসএসসিতে প্রায় প্রতিটি বিষয়ের প্রশ্ন ফেইসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসার পর সমালোচনার মুখে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এ সচিবকে প্রধান করে কমিটি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

সচিব আরো বলেন, যদি অবজেকটিভ টাইপের প্রশ্ন ফাঁস হয়ে থাকে বাকিটার পরীক্ষা নতুন করে নেব না, শুধু অবজেকটিভের জন্য পরীক্ষা হবে। যদি পরীক্ষা চলার এক-দুই ঘণ্টার আগে বা তিন ঘণ্টা আগে বা আগের দিন ফাঁস হয়ে থাকে। তবে পরীক্ষা নিবো। আর পরীক্ষা শুরুর ঠিক আগে প্রশ্ন ফাঁস হলে সেগুলো বাতিলের পক্ষপাতি নন তিনি।

তিনি বলেন, আর যদি দেখা যায় পরীক্ষা চলাকালীন বা আধা ঘণ্টা আগে প্রম্ন ফাঁস হয়েছে। যার সঙ্গে ৫০০ ছেলেমেয়ে জড়িত, এজন্য তো ২০ লাখ ছেলেমেয়ের পরীক্ষা বাতিল করা ঠিক হবে না। তিনি আরো বলেন,  আমরা সুপারিশ করার মালিক।বাতিল করবে মন্ত্রণালয়।

 

আরকে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি