ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

এসএসসি’র ফলাফলে সেরা দাগনভূঞার গজারিয়া হাই স্কুল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর দাগনভূঞার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া হাই স্কুল ২০১৮ সালে প্রথম বারের মতো অংশগ্রহণ করে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) তে ভালো ফলাফল করে উপজেলার শীর্ষ স্থান অর্জন করেছে।   

স্কুল সূত্রে জানা যায়, আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে এলাকাবাসীর উদ্যোগে ২০১৫ সালে প্রতিষ্ঠিত গজারিয়া হাই স্কুল থেকে প্রথম বারের মতো ৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ৪ জন এ গ্রেড, ১ জন এ মাইনাস গ্রেডে পাশ করে উপজেলা শীর্ষস্থান অর্জন করেছে। প্রথম বছরেই ভালো ফলাফল অর্জন করায় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের পরিবারে আনন্দের জোয়ার বইছে।  

স্কুলের উদ্যোক্তা মো. নুর নবী বলেন, শিক্ষক, ছাত্র, অভিভাবক ও পরিচালনা কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

গজারিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম সামছুল হুদা বলেন, প্রতিষ্ঠার পর প্রথম বার এমন ফলাফল সত্যিই আমাদের আশান্বিত করেছে। সবার সহযোগীতা পেলে ভবিষ্যতে স্কুলটি উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।   

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি