ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

এসবিএসি ব্যাংকের নারী দিবস উৎযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

এ সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমজাদ হোসেন বলেন, আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী, তাদেরকে উন্নয়নে মূলস্রোত ধারায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এসবিএসি ব্যাংক, সে কাজটি আন্তরিকতার সঙ্গে করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আরকে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি