ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এসবিএসি ব্যাংকের সঙ্গে সিটি হাসপাতালের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও রাজধানীর লালমাটিয়াস্থ সিটি হাসপাতালের মধ্যে  বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়।    

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং সিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট লে. কর্নেল (অব.) ডা. মো. রফিকুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময়ে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান ও আলতাফ হোসেন, হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, সিএফও মো.মাসুদুর রহমান এফসিএ, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, হেড অব মার্কেটিং মো. মোস্তাফিজুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা হাসপাতালের সব ধরনের সেবায় বিশেষ ছাড় পাবেন।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি