ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ওয়েস্টার্ন মেরিন দেবে ১৫ শতাংশ লভ্যাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিচালনা পর্ষদ শেয়াহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ এবং ১২ শতাংশ বোনাস শেয়ার দেবে প্রতিষ্ঠানটি। শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের লভ্যাংশের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।

আর লভ্যাংশ প্রাপ্ত যোগ্য বিনিয়োগকারী নির্ধারণ করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর। অর্থাৎ ৫ ডিসেম্বর যাদের কাছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার থাকবে তারাই লভ্যাংশ পাবেন।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ১৪ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ১ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ২৪ পয়সা, যা আগের বছরে ছিল ৩২ টাকা ১০ পয়সা।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি