ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে ১১১ রানে হারিয়েছে পাকিস্তান

প্রকাশিত : ১৮:১১, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১১, ১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ১১১ রানে হারিয়েছে পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে পাকিস্তান। এর আগে, ফ্লাড লাইটের আলোর সমস্যার কারণে প্রায় এক ঘন্টা খেলা বন্ধ থাকলে এক ওভার কমিয়ে দেন ম্যাচ আম্পায়ররা। দলের পক্ষে সর্বোচ্চ ১২০ রান করেন বাবর আজম । এছাড়া ওপেনার শারজিল খানের ব্যাট থেকে আসে ৫৪ রান ।ব্রাথওয়াইট ৫৪ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট । জবাবে ৩৮ দশমিক ৪ ওভারে ১৭৫ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ । দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন স্যামুয়েলস । মোহাম্মদ নেওয়াজ ৪২ রান দিয়ে নেন ৪ উইকেট ও হাসান আলি পান ৩ উইকেট ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি