ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কক্সবাজারের ৫ সাংবাদিককে ২লক্ষ ৫০হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়েছে

প্রকাশিত : ১৮:০৮, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৮, ৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আড়াই লাখ টাকার অনুদানের চেক দেয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সভাপতি ও একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি