কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে নিহত ১. আহত ২
প্রকাশিত : ১৮:১২, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১২, ৩ নভেম্বর ২০১৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে রিদুয়ান নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ২ জন।
মহেশখালীর নোনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান, আধিপত্য বিস্তারের জের’ই এ ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন