কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা আটক
প্রকাশিত : ১৭:৫০, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫০, ২৮ অক্টোবর ২০১৬
কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, টেকনাফে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইলের খুরের মুখ পয়েন্ট সমুদ্র সৈকত এলাকায় মাদক চোরাচালানের তথ্য পেয়ে অভিযান চালায় তারা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে একটি বস্তা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার কর হয়। এসব ইয়াবার মূল্য আনুমানিক ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুন