ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কথা বলতে পারছেন ফার্গুসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

জ্ঞান ফিরেছে স্যর আলেক্স ফার্গুসনের। দ্রুত আরোগ্যের লক্ষণও দেখা যাচ্ছে কিংবদন্তি কোচের। এখনও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকলেও তিনি উঠে বসে আত্মীয়, বন্ধুদের সঙ্গে অল্প-অল্প কথাও বলছেন বলে দাবি ইংল্যান্ডের সংবাদমাধ্যমের।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আকস্মিকভাবে আক্রান্ত হওয়ায় গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রায় সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচারও হয় ফার্গুসনের। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল, অস্ত্রোপচার সম্পূর্ণ সফল।

ডাক্তারেরা ফার্গুসনের আত্মীয়দের জানিয়েছেন, আগামী বেশ কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও অনেক দিন লেগে যাবে।

স্কটিশ এই কোচের বয়স ৭৬ বছর। তিনি ২০১৩ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘ কোচিং জীবনের ইতি টানেন। ফার্গুসন ২৬ বছরের ক্যারিয়ারে ট্রফি জিতেছেন ৩৮টি।

একে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি