ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

কমল সোনার দাম, কাল থেকে কার্যকর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

দেশের বাজারে রেকর্ড দামে বিক্রি হওয়া সোনার দাম কিছুটা কমেছে। প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দামে কমেছে এক হাজার ৩৬৫ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৪২ হাজার ১৬১ টাকায়। 

আগামীকাল মঙ্গলবার (৫ অক্টোবর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৫৭৫ টাকা করা হয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৭৪১ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬২৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ২৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬৮০ টাকা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি