ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬

কমিটি গঠন ও আনুষ্ঠানিক উদ্বোধন: যাত্রা শুরু করল পূর্বাচল প্রেসক্লাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১০, ২৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:১৯, ২৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

‘সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পূর্বাচল প্রেসক্লাব।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী পূর্বাচল সি শেল পার্ক রিসর্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবটির উদ্বোধন করা হয়। এ সময় অতিথিদের উপস্থিতিতে ঘোষণা করা হয় ৩৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি এমএস ডালিম, সহ-সভাপতি জাগো নিউজ২৪-এর নাজমুল হুদা ও ডেইলি অবজারভারের সাংবাদিক শাহেল মাহমুদ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একুশে টিভির সাংবাদিক রবিউল ইসলাম।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা দায়িত্ব পেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।

তিনি বলেন, “সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য ও নৈতিকতা। পূর্বাচল প্রেসক্লাব দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সিইও সৌরভ হাসান সজীব, জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী, সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে পূর্বাচল প্রেসক্লাবের মূল লক্ষ্য।”

তারা আরও বলেন, “স্থানীয় সমস্যা, জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয়গুলো তুলে ধরতে পূর্বাচল প্রেসক্লাব দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করে বলেন, পূর্বাচল প্রেসক্লাব সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় একটি কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি