ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

করোনার আবহে বিয়ে সারলেন মানালি-অভিমন্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২২ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৬:০১, ২২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

অনেকদিন ধরেই প্রেম করে আসছিলেন টালিউড অভিনেত্রী মানালি দে এবং পরিচালক-চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। এবার বিয়ে করলেন তারা। ঘরোয়া পরিবেশে বাঙালি সাজের বিয়েতে ছিল না তেমন আড়ম্বর। ছিল আন্তরিক পরিবেশ, ভালোবাসায় মোড়া দু’টি মনের খুনসুটি আর আপনজনদের শুভেচ্ছা।

বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠানকে দূরে সরিয়ে, করোনার আবহে শুধু মালাবদল ও সিঁদুরদানের মধ্য দিয়ে বিয়ে সারলেন মানালি-অভিমন্যু। শাশুড়ির কাছ থেকে উপহার পাওয়া গোলাপি শাড়ি পরে কনের সাজে অভিমন্যুর বাড়ি পৌঁছন মানালি। দুই পরিবারের সদস্য ও বিশেষ কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হয়। 

বিয়ের পর গণমাধ্যমকে মানালি বলেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ না হলে বিয়েটা আরও বড় করে হত। গত ১৫ অগস্ট রেজিস্ট্রির দিন অভিমন্যুর মা কলকাতায় ছিলেন না। উনি ফিরতেই তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে হল।’ 

অভিমন্যু বলেন, ‘আজকের দিনটা সত্যিই আনন্দের। এখন বিয়ে করার কারণ একটাই, অনেকটা সময় দিতে পারব পরিবারকে।’

এদিকে বিয়ের মেনুতে ছিল যুগলের পছন্দের মাটন বিরিয়ানি ও মাটন কষা। এ দিন মানালিকে হিরের আংটি উপহার দেন অভিমন্যু। 

মানালির মতে, ‘পরিচালক অভিমন্যুর সঙ্গে আমার প্রেম ‘নিমকি ফুলকি’ ছবির শুটিংয়ে। রেজিস্ট্রি হওয়ার পরে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলাম ‘নিমকি ফুলকি ২’-এ।’ 

সংসারী মানালিকে পেয়ে অভিমন্যুও বেশ খুশি। কিন্তু হবু বরের প্রতি মানালির অভিযোগ, ‘অভিমন্যু রাত জেগে টিভি দেখে। তাই সঙ্গে আইমাস্ক এনেছি। ঘুমের ব্যাঘাত হতে পারে।’

করোনা পরিস্থিতি ঠিক হলে মানালি বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই দম্পতির। এখন অভিনেত্রীর শান্তিনিকেতনের বাড়িই আপাতত হনিমুন ডেস্টিনেশন।
সূত্র : আনন্দবাজার
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি