ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

কর্মব্যস্ত হতে চলেছে রাজধানীবাসী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:১৫, ১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ আনন্দ শেষে নগরবাসী ফিরতে শুরু করায় আবার কর্মব্যস্ত হতে চলেছে রাজধানীবাসী। আজ অধিকাংশ বেসরকারী অফিস, কল-কারখানার ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে বাস, ট্রেন, লঞ্চে ঢাকায় ফিরছে মানুষ।
ভোর রাত থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে যাত্রীবাহী লঞ্চ। প্রতিটি লঞ্চেই উপচেপড়া ভীড়।
প্রিয় জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে জীবিকার তাগিদে ফিরেছেন এসব মানুষ। তবে মনটা পড়ে আছে প্রিয় স্বজনদের কাছে।
একই চিত্র কমলাপুর রেল স্টেশনে। পরিবার পরিজনের সাথে ঈদ উৎযাপন করে এসব মানুষকেও ফিরতে হয়েছে ব্যস্ত এই নগরে।
এদিকে, সকাল থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালে দেশের বিভিন্ন জেলা থেকে আসতে দেখা গেছে হাজারো মানুষকে।
ঈদ আনন্দ শেষে হাজারো মানুষের ফিরে আসা এবং পদচারণায় আবার কর্মব্যস্ত হয়ে উঠছে এই নগরী। ফিরে যাচ্ছে তার চিরচেনা যান্ত্রিক রূপে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি