ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

কলকাতায় সংবর্ধিত হবেন ৩০ মুক্তিযোদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ২২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিজয় দিবস উপলক্ষে কলকাতায় ৩০ জন মুক্তিযোদ্ধা ও ছয়জন সেনা কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হবে। ভারতের ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে ১৪ থেকে ১৮ ডিসেম্বর এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ নভেম্বর) সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ কথা জানান। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশি মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গণপূর্ত মন্ত্রীকে আমন্ত্রণ জানান। এ সময় মন্ত্রী তার আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

হর্ষবর্ধন শ্রিংলা জানান, প্রতি বছর ভারতের ইস্টার্ন কমান্ড বাংলাদেশের বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে থাকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে পেরে তার দেশ গর্বিত।

এ সময় গণপূর্ত মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরকারের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এত বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে সে দিন ভারত সরকার মহানুভতার পরিচয় দিয়েছে।

 

সূত্র : বাসস

ডিডি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি