ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করতে প্রকল্প বাস্তবায়নের হার বাড়াতে রাষ্ট্রপতির আহবান

প্রকাশিত : ১৫:৩১, ৭ মে ২০১৬ | আপডেট: ১৫:৩১, ৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

শত বাধা পেরিয়ে দেশ সমৃদ্ধির পথে এগোচ্ছে জানিয়ে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করতে প্রকল্প বাস্তবায়নের হার বাড়ানোর আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কিছু কিছু প্রকৌশলীর বিভিন্ন অনিয়মের কারণে জনভোগান্তি বাড়ছে ও দেশের সম্মান ক্ষুন্ন হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থেকে দায়িত্ব পালনকালে কোড অব এথিক্স অনুসরণের আহবান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি