ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

কানাডায় ধনুক থেকে ছোড়া তীরের আঘাতে নিহত ৩

প্রকাশিত : ১৭:০০, ২৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:০০, ২৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কানাডার টরন্টোতে ধনুক থেকে ছোড়া তীরের আঘাতে এক নারীসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে তীর ছোঁড়া হয়েছে কিংবা এটি ইচ্ছাকৃত হামলা কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কানাডার পুলিশের মুখপাত্র ডেভিড হপকিনসন বলেন, তিন ব্যক্তি ছুরিকাঘাতে আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে তীরবিদ্ধ তিনজনকে উদ্ধার করার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি