ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কায়রোতে মুরসির দাফন সম্পন্ন

প্রকাশিত : ১৬:০৫, ১৮ জুন ২০১৯ | আপডেট: ১৭:৩৯, ১৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

মিশরের প্রথম নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কায়রোতে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার পূর্ব কায়রোতে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সাবেক এ মুসলিম ব্রাদারহুড নেতার দাফন সম্পন্ন হয়েছে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

সাতষট্টি বছর বয়সী এ সাবেক রাষ্ট্রপতি গুপ্তচরবৃত্তির মামলায় হাজিরা দিতে গতকাল সোমবার আদালতে এসেছিলেন এবং সেখানেই তিনি মারা যান। ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর সঙ্গে সন্দেহজনক যোগাযোগ রাখার অভিযোগ এনে ওই মামলা করা হয়েছিল।

মিশরের ‘আরব বসন্ত’ নামে খ্যাত সরকার বিরোধী বিক্ষোভের পর ২০১২ সালে যে নির্বাচন হয়েছিল তার মাধ্যমে মোহাম্মদ মুরসি রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের নেতা এবং মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। কিন্তু এক বছর পর থেকে তার বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় এবং সেনাবাহিনী মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে।

তখন থেকেই তিনি কারাবন্দী আছেন। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর তার সমর্থক এবং মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে মিশরের কর্তৃপক্ষ। তাকে ক্ষমতাচ্যুত করে মিশরের নেতা হন আবদুল ফাত্তাহ আল সিসি। সিসি এখন দেশটির রাষ্ট্রপতি।

সূত্র: বিবিসি ও রয়টার্স

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি