ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কিংস্টনে বড় জয়ের দ্বারপ্রান্তে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কিংস্টনে উইন্ডিজের সামনে ৪৬৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। যে লক্ষ্যে ছুটতে গিয়ে তৃতীয় দিনে মাত্র ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ফলে সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় জয়ের দ্বারপ্রান্তে রয়েছে কোহলি বাহিনী। 

রোববার ভারতীয় বোলিং তোপে মাত্র ১১৭ রানে শেষ হয় ক্যারিবিয়দের প্রথম ইনিংস। তবে ফলো অন না করিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ তুলে ইনিংস ঘোষণা করে ভারতীয় দল। যদিও শুরুতেই উইকেট হারায় ভারতীয় দল। এক পর্যায়ে ৫৭ রানেই হারিয়ে ফেলে চার টপ অর্ডারকে। কেমার রোচ একাই তুলে নেন তিন উইকেট। 

সেখান থেকে জুটি বেঁধে উইন্ডিজের বিপক্ষে নেয়া লিডকে আরও বড় করেন আজিঙ্কা রাহানে ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হনুমা বিহারি। দুজনেই তুলে নেন নিজের ফিফটি। অপরাজিত থাকেন যাথাক্রমে ৬৪ ও ৫৩ রান করে। যার ফলে এই ম্যাচ জয়ের জন্য উইন্ডিজের সামনে দাঁড়ায় ৪৬৭ রানের বিশাল লক্ষ্য। 

তৃতীয় দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৪৫ রান। ক্রিজে আছেন ড্যারেন ব্রাভো ১৮ রানে এবং শামারহ ব্রুকস ৪ রানে। এর আগে আউট হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার ক্যাম্পবেল (১৬) ও ক্রেইগ ব্রাথওয়েট (৩)। প্রথম জন মোহাম্মদ শামির এবং পরের জন ইশান্ত শর্মার শিকার হন।

এর আগে দ্বিতীয় দিনে দুরন্ত পারফর্ম করে ভারতীয় দল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে দাপট দেখায় টিম ইন্ডিয়া৷ তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়েন জাসপ্রীত বুমরাহ৷ একাই তুলে নেন ৬ উইকেট৷ এছাড়া, শামি ২টি, ইশান্ত ও জাদেজা ১টি উইকেট ভাগ করে নেন। 

অন্যদিকে ব্যাট হাতে ভারতীয় দলের হয়ে হনুমা বিহারী শতরান করে ফেলেন। ২২৫ বলে ১১১ রান করেন হনুমা। তার ইনিংস এদিন সাজানো ১৬টি চার দিয়ে৷ এছাড়াও তাকে শেষবেলায় দারুণ সঙ্গ দেন ইশান্ত শর্মা৷ তিনি ৮০ বলে ৫৭ রান করেন৷ মূলত এদের দারুণ ব্যাটিংয়ের সুবাদেই ৪১৬ রান করে টিম ইন্ডিয়া৷

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি