ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

কিশোরগঞ্জে কৃষককে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ৩০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের ইটনায় আসাদ মিয়া (৪০) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে উপজেলার পশ্চিমগ্রাম দাসহাটি এলাকা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। জানা গেছে, নিহত আসাদ পশ্চিমগ্রাম দাসহাটি এলাকার নন্দিহাটি গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে।

আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন কৃষক আসাদ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমগ্রাম দাসহাটি এলাকায় একটি বাড়ির পেছনে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

মালেক আরও জানান, সেখানে গলা কাটা ছাড়াও তার পেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কাটা দাগ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

একে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি