ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

কিশোরগঞ্জে জঙ্গি হামলার ১ মাস আজ।

প্রকাশিত : ১৫:২৬, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:২৬, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার এক মাস আজ। সেখানকার পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক, তবে নিহত ঝর্ণা রাণী ভৌমিকের পরিবারে কাটেনি শোকের রেশ। এদিকে গ্রেফতার দুই আসামীর মধ্যে শফিউল ইসলাম র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আরেক আসামী জাহিদ আছে জেলহাজতে। ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে পুলিশের চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। নিহত হয় পুলিশের দুই সদস্য ও গৃহবধূ ঝরণা রানী। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় জঙ্গি আবির রহমান। গৃহবধূ ঝরণা রাণীর মৃত্যু মেনে নিতে পারছে না তার স্বজনরা। হামলার ভয়াবহতা তাড়িয়ে বেড়ায় সবসময়। হামলার পর থেকে শোলাকিয়ার পরিবেশ স্বাভাবিক রাখতে জঙ্গিবিরোধী কর্মসূচি চালু রয়েছে। সিংক- মোকাররম হোসেন শোকরানা, প্রধান শিক্ষক, আজিমউদ্দিন উচ্চ বিদ্যলয়। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় আটক জাহিদুল ইসলাম ১০ দিনের রিমান্ড শেষে জেলহাজতে আছে। আরেক আসামী শফিউল গত বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। যেকোন ধরণের সন্ত্রাসী হামলা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি