ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

কীর্তনখোলা থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:৩১, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বরিশালের চরমোনাই লঞ্চঘাট সংলগ্ন  কীর্তনখোলা নদী থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ে নদীতে মৃতদেহগুলো ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে

নিহতরা হলেন - গাজীপুর পৌরসভার আমানউল্লাহ দেওয়ানের ছেলে শাহ আলী (২৮), ভবানীপুরের জাকির হোসেন দিলদার (৩০), আবদুল মালেকের ছেলে ইফতেখার (৯), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাচনখোলা এলাকার বাদশা ঢালী (৬৫), ময়মনসিংহের মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও লক্ষ্মীপুরের হেদায়েত হোসেনের ছেলে আবদুল কুদ্দুস (২৪)।

বরিশাল নৌ বন্দর পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বেল্লাল হোসেন জানান, গত ৭ মার্চ মাহফিলের উদ্দেশে চরবাড়িয়া এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ট্রলার চরমোনাইর উদ্দেশে ছেড়ে যায়। চরমোনাই ঘাটে ভিড়ানোর পূর্বে কীর্তনখোলা-১০ লঞ্চের পেছনে নোঙ্গর করে আরো যাত্রী তোলার সময় ট্রলারটি কাঁত হয়ে যায়। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রলার কাঁত হওয়া ট্রলারটিকে ধাক্কা দিলে তা ডুবে যায়। এ ঘটনায় কয়েকজন নিখোঁজ ছিলেন। এরপর বরিশাল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালালেও ওই সময় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ওসি জানান, আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ের মধ্যে চরমোনাই লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে ৬টি মৃতদেহ ভেসে উঠে।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি