ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কুবিসাসের ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’র ৩য় পর্ব অনুষ্ঠিত 

কুবি সংবাদদাতা 

প্রকাশিত : ২৩:১৭, ২৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির আয়োজনে  ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালার ৩য় পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুলর ইসলাম।

এ সময় তিনি ক্যাম্পাস সাংবাদিকতা নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। আলোচনায় তিনি  বলেন, সাংবাদিকতার নীতিগুলো ক্যাম্পাস সাংবাদিকরা ব্যবহারিকভাবে পালন করে থাকে। আর যেকোন স্বার্থ ত্যাগ করে সাংবাদিকতা করতে হবে। অনৈতিক সম্পর্ক থেকে দূরে রাখতে হবে নিজেকে।  

সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় এবং সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশিকুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কজী আনিসুল ইসলাম। এছাড়া কর্মশালায় সমিতির সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি