কুমিল্লায় ৬ আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রকাশিত : ২১:৪৪, ২ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর কুমিল্লায় প্রথম দিনে ছয়টি সংসদীয় আসনে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ১৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ জানুয়ারি) জেলার আরও পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান সাংবাদিকদের জানান, কুমিল্লা-১ আসনে ৫ জন, কুমিল্লা-২ আসনে ৪ জন, কুমিল্লা-৩ আসনে ২ জন, কুমিল্লা-৪ আসনে ২ জন, কুমিল্লা-৫ আসনে ১ জন এবং কুমিল্লা-৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি, প্রয়োজনীয় এক শতাংশ ভোটার সমর্থন তালিকায় অসামঞ্জস্যতা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং ব্যাংক ব্যালান্স সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে দাখিল না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে কুমিল্লা-১ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা-২ আসনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৩ আসনে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, কুমিল্লা-৪ আসনে মনজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ আসনে মো. জসিম উদ্দিন এবং কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের মধ্যে কুমিল্লা-১ আসনে মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা-২ আসনে নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা-৫ আসনে মো. মোবারক হোসেন এবং কুমিল্লা-৬ আসনে কাজী দ্বীন মোহাম্মদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ ইউসুফ সোহেলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিকে, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এমআর//
আরও পড়ুন










