ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত : ২১:২৪, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:২৪, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ৩০ মার্চ ভোট গ্রহণের দিন ঠিক করে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই দিনে হবে সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচন। তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানান, নিরপেক্ষ অবস্থানে থেকে কাজ করবেন তারা। কেউ আচারণ বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারীও দিয়েছেন তিনি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৬ সালে ২০ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়। পরে নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগ করে সরকার। সীমানা জটিলতার অবসান হওয়ায় এবার নির্বাচনের উদ্যোগ নিলো কমিশন। নতুন কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। আওয়ামী দলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসন শূণ্য হওয়ায় ওই আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করেন তিনি। ভোট হবে ৩০ মার্চ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২মার্চ। নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি। আচারণ বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। মেয়দোত্তীর্ণ ১৮২টি ইউনিয়নে পর্যায়ক্রমে নির্বাচন হবে বলেও জানান সিইসি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি