কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ৩ দিনের লালন স্মরণোৎসব শেষ হচ্ছে আজ
প্রকাশিত : ১০:৩৪, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩৪, ১৮ অক্টোবর ২০১৬
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ৩ দিনের লালন স্মরণোৎসব শেষ হচ্ছে আজ। সাঁই’জির দর্শনতত্ত্ব ও মানবধর্ম মানুষের কাছে পৌঁছে দিতেই ১২৬তম তিরোধান দিবসে আয়োজন করা হয় উৎসবের। লোকে লোকারণ্য বাউল সাধুদের তীর্থভূমি লালন আখড়া বাড়ি। সুরের মুর্ছণায় উন্মাতাল মরা কালিগঙ্গা নদীর পাড়।
দিব্যজ্ঞানের জন্য হন্যে হয়েছিলেন বলেই যতখানি আত্মতত্ত্ব বুঝেছেন, তাতেও মন ভরেনি। সাঁইঝির বারাম খানায় এমনই ধাঁধা।
সাঁইয়ের স্মরোণৎসবে এ উদাসি টানে আখড়া বাড়িতে ভক্তরা ছুটে এসেছেন দলে দলে। যেখানে মিলন ঘটেছে নানা ধর্ম আর বর্ণের মানুষের। লালন সংগীতের সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেছেন বাউলধাম।
গানে গানে সাঁইয়ের দর্শন প্রচার করছেন তারা। মানুষকে ভালোবেসে পরম ঈশ^রকে খুঁজে পেতে চান সংসারত্যাগী বাউল সাধকরা।
কেবল লালন অনুসারীই নন, সাইজির দর্শনতত্ত্ব ও মানবতত্ত্বে মুগ্ধ হয়ে আখড়ায় ভিড় জমিয়েছেন সাধারণ মানুষও
মানুষকে ভালবাসতে পারলে সৃষ্টিকর্তার নৈকট্য লাভসহ সমাজে লোভ লালসা, হিংসা-বিদ্বেষ, অহংকারবোধ দূর করা সম্ভব হবে বলে মনে করেন সাইয়ের ভক্তরা।
আরও পড়ুন