ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কুসংস্কারে প্রাণ গেল নাবালিকার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ৯ আগস্ট ২০১৮

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

ভারতে কুসংস্কারের বলি হলো নাবালিকা৷ সাপে কেটেছিল তাকে৷ বুধবার ভারতের ওড়িশার ভোগরাইয়ে এ ঘটনা ঘটে৷ মৃতের নাম নন্দিনী প্রধান (৮)৷

সাপে কাটার পর পরিবারের লোকজন চিকিৎসকের থেকে বেশি ভরসা রাখে ওঝায়৷ তাই ওঝার কাছে নিয়ে যায় ওই মেয়ের পরিবার।

কিন্তু কাজ না হওয়ায় শেষ মুহূর্তে চিকিৎসকের দ্বারস্থ হয় তারা। তারপরও প্রানে বাঁচাতে পারেনি ওই মেয়েটিকে।  

পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে বাড়ির বিছানায় ঘুমিয়েছিল নন্দিনী৷ পরে তাকে সাপে কাটলে সে চিৎকার, চেঁচামেচি করতে শুরু করে৷ এরপর পরিবারের লোকজন তাকে ওঝার কাছে নিয়ে যায়।

নন্দিনীর পরিবার আরও জনান, ওই ওঝা মেয়েকে জলপোড়া, তেলপোড়া সবই দেয় এবং খাওয়ার জন্য কিছু বনজ ঔষধ দেয়। কিন্তু বাড়ি নিয়ে আসার পথে তার যন্ত্রণা আরও বৃদ্ধি পায়।

পরে পরিস্থিতির অবনতি ঘটলে চিকিৎসকের কাছে নিয়ে যায় তারা। কিন্তু শেষ রক্ষা হয় নি মেয়েটির। ডাক্তার মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি