ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

কুড়িগ্রামে বন্যাদুর্গত এলাকায় চর্ম ও পানিবাহিত রোগ

প্রকাশিত : ০৯:২০, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:২০, ১৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে বন্যাদুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে চর্ম ও পানিবাহিত নানা রোগ। এদিক গাইবান্ধায় হাঁসমুরগীর খামারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। কুড়িগ্রামে ৮৫টি মেডিকেল টিম দুর্গতদের জন্য কাজ করার কথা থাকলেও তাদের দেখা পাচ্ছেন না অভিযোগ, ২শতাধিক চর ও দ্বীপ চরের বানভাসী মানুষের। চর্ম রোগ, ডায়রিয়া, আমাশয়সহ নানা পানিবাহিত রোগে ভুগলেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন না তারা। অন্যদিকে কাজ না থাকায় খাদ্য সংকটের পাশাপাশি ঘরবাড়ি মেরামত করতে পারছেন না। এদিকে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদরের প্রায় একশটি হাঁস-মুরগীর খামারে পানি ঢুকে পড়েছে। কম দামে হাঁস-মুরগী বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে খামারীরা। লোকসান গুনতে হচেছ তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি