ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কেরালায় বিয়ের ছবি থেকে পর্নো, স্টুডিও মালিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের কেরালা রাজ্যে একটি ফটো স্টুডিও বিরুদ্ধে পর্নোগ্রাফি করার অভিযোগ উঠেছে। স্টুডিওতে তোলা মহিলাদের ছবি পর্নোগ্রাফির কাজে ব্যবহার করত স্টুডিওটি।

এমন অভিযোগের ভিত্তিতে ঐ স্টুডিওর মালিক দুই ব্যক্তিকে আটক করেছে কেরালা পুলিশ।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি জানায়, সদায়ম নামের এই স্টুডিও বিশেষ করে বিয়ের ছবি তোলে।

অভিযোগে বলা হয়, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আসা মেয়েদের ছবিতে পরিবর্তন ঘটিয়ে তা থেকে পর্নো ছবি তৈরি করত ঐ স্টুডিও। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো হতো।

রাজ্যের ভাডাকারা শহরের `সদায়ম শুট এন্ড এডিট` নামের স্টুডিওটির বিরুদ্ধে করা অভিযোগে আরও বলা হয়, বেশ কিছু স্থানীয় মহিলা দেখতে পান যে তাদের বিয়ের ছবিতে পরিবর্তন ঘটিয়ে বিকৃত করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।

কেরালার সংবাদ মাধ্যমগুলো বলছে, এতে ওই এলাকায় আতংক তৈরি হয়। পরে কেরালার রাজ্য নারী কমিশন এ বিষয়ে  মামলা দায়ের করে।

পুলিশ ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে স্টুডিওটির দুই মালিক দীনেশম এবং সতীশনকে। বন্ধ করে দেওয়া হয়েছে স্টুডিওটি। জব্দ করা হচ্ছে দলিলপত্র।

অ্যাডাল্ট সাইট পর্নহাব ২০১৫ সালে যে বিশ্বব্যাপী স্ট্যাটিসটিকস প্রকাশ করে তাতে দেখা যায় - সারা পৃথিবীতে ইন্টারনেটে পর্নো ট্র্যাফিকের উৎস বা সোর্স হিসেবে ভারতের নাম আছে চার নম্বরে। এমনকি আমেরিকা, যুক্তরাজ্য ও কানাডার অবস্থানো ভারতের পরে।

সে বছরই ভারতের টেলিকম মন্ত্রণালয় ৮৫০টিরও বেশি পর্নোগ্রাফিক ওয়েবসাইট ব্লক করার জন্য আইএসপিগুলোকে নির্দেশ দেয়। কিন্তু তার মাত্র দশ দিনের মধ্যেই সরকার তা থেকে পিছিয়ে আসে।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি