ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

কোটা আন্দোলনে হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

প্রকাশিত : ১৯:০০, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদ এবং দোষীদের  বিচারের আওতায় আবার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র ঐক্যজোট।

আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। পরে প্রগতিশীল ছাত্র ঐক্যজোটের নেতারা হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

জানা গেছে, গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভার্স্কয চত্বরের সামনে প্রগতিশীল ছাত্রজোটের প্রতিবাদ সমাবেশ চলাকালীন জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের অনুসারীরা তাদের উপর হামলা চালায়। এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা হামলার সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপরও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ছাত্রলীগের এ হামলায় পাঁচ সাংবাদিকসহ ১৫ জন আহত হয়।

এদিকে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস),শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  প্রেসক্লাব,কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ঘটনার নিন্দা ও হামলার সাথে জড়িতদের ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান প্রগতিশীল ছাত্রজোট ও সাংবাদিকদের হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের আশ্বাস দেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি অতি দ্রুত তদন্ত করে শাস্তির আওতায় আনবেন।

কেআই/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি