ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

‘কোরিয়া সংকট সমাধানে প্রথম বাধা চীন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৭:৫৪, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

একেতো উত্তর কোরিয়ায় বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে চীনের, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা, এ দুয়ের কারণেই উত্তর কোরিয়াকে নেপথ্যে সমর্থন করছে দেশটি। আর তাই কোরীয় সংকট সমাধানে প্রথম বাধা হিসেবে চীনকে শনাক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগ তুলে চীনকে তার অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ার কোনো পরিকল্পনা আপাতত তাঁর প্রশাসন করছে না, বলেও জানিয়েছেন তিনি৷ তবে একই সাথে ট্রাম্প এই হুঁশিয়ারিও দিয়েছেন, ‘যেকোনো মুহূর্তে` চাইলেই যুক্তরাষ্ট্র এই মহড়া পুনরায় শুরু করতে পারে৷ শুধু তাই নয়, এবার যৌথ মহড়া শুরু হলে সেটা ‘অতীতের যে-কোনো সময়ের চেয়ে বড়` হবে বলেও মন্তব্য করেছেন তিনি৷

একদিন আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস যৌথ সামরিক মহড়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন৷ কদিন আগেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় যথেষ্ট অগ্রগতি না হওয়ায় উত্তর কোরিয়া সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়াকে উত্তর কোরিয়া তার দেশের ওপর আগ্রাসনের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে৷ ফলে আলোচনা এগিয়ে নিতে জুন মাসে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বাতিল করেন ট্রাম্প৷

সূত্র: ডয়েচে ভেলে
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি