ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল রেনউইক যজ্ঞেশ্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৩৪, ১২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্যাটাগরির মধ্যে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স এওয়ার্ড-২০১৭’ পেয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান রেনউইক যজ্ঞেশ্বর এ- কোং (বিডি) লিমিটেড।

মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান একেএম দেলোয়ারের হাতে এ পুরস্কার তুলে দেন।

এসময় শিল্প সচিব আব্দুল হালিম এবং ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর পরিচালক মো. আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই প্রথম সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কপোর্রেশনের আওতাধীন রেণউইক যজ্ঞেশ্বর এ- কোং (বিডি)।

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের জন্য ন্যাশনাল প্রোডাকটিভিটি এ- কোয়ালিটি এক্সিলেন্স এওয়ার্ড ২০১৭ এর প্রথম পুরস্কার প্রদান করা হয়েছে।

ভিডিও: https://www.youtube.com/watch?v=Ygfnk87ztFg


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি