ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ১০ গণমাধ্যমকর্মীকে সম্মাননা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ৩০ নভেম্বর ২০২৪ | আপডেট: ২১:৪৩, ৩০ নভেম্বর ২০২৪

একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকেরা আরজুকে কৃতজ্ঞতা স্মারক প্রদান করেছে বাংলাদেশ স্তন ক্যান্সার ফোরাম। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই কৃতজ্ঞতা স্মারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বিগত বছরের মত গণমাধ্যমের ১০ জন সহযোদ্ধাকে কৃতজ্ঞতা স্মারক উপহার ও ৫ জন পরলোকগত সহযোদ্ধার স্মৃতিচারণ ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। 

অনুষ্ঠানে ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও একটি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র, কর্ম-পরিকল্পনা ও কর্মসূচী কার্যকর নেই। সরকারের, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কাজের সমন্বয় নেই। জনগোষ্ঠীভিত্তি ক্যান্সার নিবন্ধন চালু নিয়ে দায়িত্বশীল ক র্মক র্তাগণের ভূমিকা হতাশাজনক। ক্যান্সার স্ক্রিনিং চলছে অসংগঠিত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে। তাই স্বাস্থ্য সংস্কারের সাথে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ১০% সেবা দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দেয়ার বিধান কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান। ধনাঢ্য ও বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান অলাভজনক উদ্যোগে ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে। 

ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও সরকারের নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার, স্কয়ার অনকোলজি সেন্টারের জ্যেষ্ঠ পরামর্শক ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, সাবেক সচিব ও পরিল্পনা কমিশনের সদস্য আবুল কালামাজাদ, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার, বর্ষীয়ান রোটারিয়ান রওশন আরা আখতার এবং ফোরামের বিভিন্ন সদস্য সংগঠনের নেতৃবৃন্দ। 

১০ জন সাংবাদিককে ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মারক তুলে দেয়া হয়। এরা হলেন, একুশে টিভির সিনিয়র রিপোর্টার শাকেরা আরজু,  দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল, দৈনিক খবরের কাগজ সিনিয়র রিপোর্টার শাহনাজ পারভীন এলিস, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বুদ্ধদেব কুন্ডু, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার নীলিমা জাহান, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক সাজিদা ইসলাম পারুল, জাগোনিউজ২৪.কমের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সালাউদ্দিন (জসিম), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ করেসপন্ডেন্ট তাওসিয়া তাজমিম, ঢাকা পোস্টের  সিনিয়র রিপোর্টার তানভীরুল ইসলাম। 

সবশেষে, ফোরামের প্রয়াত ৫ জন সহযোদ্ধার স্মৃতিচারণ ও আত্মার মাগফেরাত কামনা করা হয়। 

উল্লেখ্য, জাতীয় ও আন্তর্জাতিক ৪৭ টি সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যান্সার ফোরাম ১ জুলাই - ৩০ নভেম্বর ২০২৪ মোট ১৫০ দিনের কর্মসূচি পালনের শেষ পর্যায়ে গতকাল শুক্রবার উক্ত কর্মসূচির মূল্যায়ন ও সুপারিশমালার উপর একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি