ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খালেদা জিয়াকে জেলে পাঠানো হলে দেশে নির্বাচন হবে না: ফখরুল

প্রকাশিত : ১৯:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ষড়যন্ত্র করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানো হলে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে কোন ধরনের সরকার ব্যবস্থায় নির্বাচন হবে তার উপর। বুধবার ডিআরইউতে এক আলোচনা অংশ নেন মির্জা ফখরুল। বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে মিথ্যা মামলায় বিচার প্রক্রিয়া শুরু করতে চাচ্ছে সরকার। নতুন নির্বাচন কমিশনের প্রধানকে আওয়ামী লীগের সদস্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সিংক: প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ড.ইউনুসকে ব্যক্তিগত শত্রু হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি