ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খালেদা জিয়া জঙ্গিদের পক্ষ নিয়ে দেশবাসীকে অপমান মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮:৪৭, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ২৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জঙ্গিদের পক্ষ নিয়ে দেশবাসীকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ’কথা বলেন। তোফায়েল আহমেদ আরো বলেন, নিহত জঙ্গিদের পরিবারের পক্ষ থেকেও যেখানে লাশ গ্রহণ, এমনকি তাদের মুখও দেখতেও চাচ্ছে না; সেখানে জঙ্গিদের পক্ষ নেয়ায় প্রমাণ হয়েছে- খালেদা জিয়া দেশকে শান্তিপূর্ণ দেখতে চান না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফর প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, তার সফরে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি